শেওড়া বাসস্টান্ডে ফুটওভারব্রিজটি আদনান তাসিনের নাম অনুসারে “আদনান ফুটওভারব্রিজ"
২৫ মে ২০১৯ আদনান তাসিন হত্যার ১০৪ তম দিন অতিবাহিত হতে যাচ্ছে। তবে এখনো তার পরিবার কোনো ধরণের বিচার পায়নি। নিহত ছাত্রের বাবা প্রশাসনের বিভিন্ন মহলে শরণাপন্ন হওয়ার পরেও এখনো দোষী চালক বা বাস মালিকের কেউই আইনের আওতায় আসেনি।
গত ২১ মে ২০১৯ মঙ্গলবার , দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোজাম্মেল হক চৌধুরী ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের (ডাকসু ) ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহব্বায়ক হাসান আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানববন্ধন শেষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ শেওড়া বাসস্টান্ডে ফুটওভারব্রিজটি আদনান তাসিনের নাম অনুসারে “আদনান ফুটওভারব্রিজ’ এ স্টিকার, ব্যানার লাগিয়ে পরে মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ করে।
মানবন্ধনে নিসআ’র পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে নিম্নোক্ত দাবী সমূহ তুলে ধরা হয় –
১. সড়কে তাসিন হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২.তাসিনের পরিবারকে ক্ষতিপূরণের ব্যাবস্থা করতে হবে/তাসিন পরিবারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
৩.দ্রুত সময়ের মধ্যে রাজধানীসহ সারাদেশে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে হবে।
৪. রাজধানীতে শিক্ষার্থীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
৫. শেওড়া বাসস্টান্ডে ফুটওভারব্রিজটি আদনান তাসিনের নাম অনুসারে “আদনান ফুটওভারব্রিজ’ ঘোষণা করতে হবে।
N E W S
Comments